रशिया युक्रेन युद्ध

শুরু হতে চলেছে স্টার জলসার গানের রিয়্যালিটি (Music Reality Show) শো । প্রতি সিজনের ন্যায় এবারও থাকবে

Sonu Nigam: 'সুপার সিঙ্গার'- এ বিচারক আসনে সোনু! শেয়ার করলেন সাফল্যের সিক্রেট

শুরু হতে চলেছে স্টার জলসার গানের রিয়্যালিটি (Music Reality Show) শো । প্রতি সিজনের ন্যায় এবারও থাকবেন সঙ্গীত জগতের রথী- মহারথীরা। আগের জল্পনাই সত্যি। এবারে বিচারক আসনেথাকবেন । সেই সঙ্গে থাকবে আরও চমক। খোলামেলা আলোচনায় আড্ডা দিলেন সোনু।পরিবারে একদম ছোটবেলা থেকেই গান-বাজনার মহলে বড় হয়েছেন সোনু নিগম। দু'দশকের বেশী সময় ধরে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। গেয়েছেন ১০ টির বেশী ভাষায় গান। নয়ের দশকের ছবিগুলিতে তাঁর গাওয়া গান আজও শ্রোতাদের মুখেশোনা যায়। বর্তমানে রিয়্যালিটি শোয়ের বিচারক আসনে বসছেন। তাঁর কেরিয়ারের শুরুর দিকেও এই ধরণের শো থাকলে হয়তো আরও একটু অন্য রকম হত জীবন,সুপারসিঙ্গারএবিচারকআসনেসোনুশেয়ারকরলেনসাফল্যেরসিক্রেট এমনটাই মনে করেন সোনু। তবে সেই সঙ্গে একটি বিষয়ে গর্ব অনুভবকরেন তিনি। শিল্পী জানালেন, "একেবারে শুরুর দিকে দেশের প্রথম সারিররিয়্যালিটি শোয়েসঞ্চালনার সুযোগ পেয়েছি আমি। এটা আমার কাছে একটা বড় প্রাপ্তি।"এর আগেও রিয়্যালিটি শোয়ের সত্যতা নিয়ে মুখ খুলেছিলেন সোনু নিগম। এরপরও বিচারক আসনে? এই প্রশ্নের উত্তরে শিল্পী বলেন, "সব সময় রিয়্যালিটি শো সৎ হওয়া উচিত। যদি অযথা প্রতিযোগীদের প্রশংসা করে যাই, তাহলে কী করে হবে? যেদিন তাঁরা সত্যিই ভাল গাইবে, প্রশংসা শুনে তাঁদের মনে হবে, হয়তো স্ক্রিপ্টের জন্য বলছি।"তবে তিনি মনে করেন ইচ্ছে এবং চেষ্টা থাকলেই রিয়্যালিটি শো থেকে বেড়িয়ে ভিড়ে না হারিয়ে, নিজের একটা জায়গা করা যায়। সোনুর কথায়, "ভাগ্যের ওপর সাফল্য নির্ভর করে ঠিকই। কিন্তু সেই সঙ্গে কঠোর পরিশ্রম ও চেষ্টা করে যেতে হবে। একটা শোয়ে আমি জনপ্রিয় হলাম বলে, অহংকার হয়ে গেল, তাহলে চলবে না। কাজ পাওয়ার আগে হোক বা পরে, মাথা ঝুঁকিয়েই চলতে হবে। এর মানে একদমইআনুগত্যবা ছোট হওয়া না। সেই সঙ্গে সকলের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। তাহলে সময় লাগলেও সাফল্য ঠিক আসবে।"বাংলার শোয়ের বিচারক আসনে বসে প্রতিযোগীদের জন্য বিশেষ কোনও মাপকাঠিরাখতে চাইছেন না তিনি। সোনুজানালেন, "আমি আগে থেকে কোনও একটা ধারণা তৈরি করতে চাই না। বরং আমি অপেক্ষা করে আছি বেশ কিছু চমকের।"সোনুশেয়ার করলেনসিঙ্গেলস, অ্যালবাম, ব্যান্ডের গানযেমন তাঁরপছন্দ, এরপাশাপাশিনতুন প্রতিভাদেরওউৎসাহিত করেন তিনি। তবে তাঁর মতে, রিমিক্স শুধুমাত্রএকটাট্রেন্ড। তিনি যোগ করলেন, “রিমিক্সেরট্রেন্ডআগেজনপ্রিয় ছিল। সঙ্গীতসংস্থাগুলিবর্তমানে রিমিক্সমিউজিকে নাকরছেন। গতকালও, আমার কাছে একটি পুরনো গানেররিমিক্স করার অফার আসে।তবে আমিরাজি হইনি।'সুপার সিঙ্গার' সিজন ৩ -এ সোনু নিগমের সঙ্গে বিচারক আসনে বসবেন কুমার শানু ও কৌশিকী চক্রবর্তী। সঞ্চালকের ভূমিকা পালন করবেন যিশু সেনগুপ্ত। সেই প্রসঙ্গে সোনু বললেন, "শানু দা আমার একজন শিক্ষক। কৌশিকীও খুব গুণী শিল্পী। ওঁর বাবা অজয় জি, আমার গুরু। সব মিলিয়ে খুব ভাল একটা জার্নির অপেক্ষায় রয়েছি।"

访客,请您发表评论:

网站分类
热门文章
友情链接

© 2023. sitemap